ময়মনসিংহের প্রত্যন-পল্লীতে ভালুকা উপজেলার ডাকাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (১৯০৯-২০০৯) দিনব্যাপী শতবর্ষপূর্তি অনুষ্ঠান

গত ১২ জানুয়ারি ময়মনসিংহের প্রত্যন-পল্লীতে ভালুকা উপজেলার ডাকাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (১৯০৯-২০০৯) দিনব্যাপী শতবর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ গিয়াস উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম আমানউল্লাহ এমপি। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট শিশুসাহিত্যিক লুৎফর চৌধুরী। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নৃত্যালেখ্য ‘বাংলাদেশের হৃদয় হতে’। আলেখ্যানুষ্ঠানটি পরিবেশন করে ময়মনসিংহ সংস্কৃতিচর্চা কেন্দ্র। গ্রন্থনা করেন লুৎফর চৌধুরী ও পরিচালনা করেন বিশিষ্ট নৃত্যশিল্পী সুলতানা রাজিয়া।
গত ৬ ফেব্রুয়ারি টাঙ্গাইলের সখীপুরে ৭ দিনব্যাপী অনুষ্ঠিত ‘সখীপুর দিবস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ সংস্কৃতিচর্চা কেন্দ্র পরিবেশন করে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ নৃত্যালেখ্য। অনুষ্ঠানটি প্রায় লক্ষাধিক দর্শকশ্রোতা একঘন্টা ব্যাপী উপভোগ করেন। বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান এমপি, ঢাকা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মুহম্মদ শামসুল হক প্রমুখ। গ্রন'না করেন লুৎফর চৌধুরী ও পরিচালনা করেন বিশিষ্ট নৃত্যশিল্পী সুলতানা রাজিয়া।

তথ্যসূত্রঃ দশদিক ১৩-০১-২০০৯

Hiç yorum yok:

Yorum Gönder