বেইলি ব্রিজের পাটাতন দেবে ভালুকা-গফরগাঁও সড়কে যান চলাচল বন্ধ


ময়মনসিংহের ভালুকা-গফরগাঁও সড়কের সুতিয়া নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটির পাটাতন দেবে গিয়ে সাতদিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই সড়ক দিয়ে চলাচলরত জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছেন।

স'ানীয় একাধিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বালু বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ভালুকা-গফরগাঁও সড়কের সুতিয়া নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটির একাংশের পাটাতন সরে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে প্রতিদিন দুই উপজেলা ও তার আশপাশের হাজার হাজার লোক নদী পারাপারসহ যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছেন। ব্রিজ পারের একাধিক ব্যক্তি জানান, গত ২০-২১ বছর আগে ওই ব্রিজটি নির্মিত হয় এবং অনেক আগেই এর মেয়াদকাল শেষ হয়ে যাওয়ায় ব্রিজের উভয় পাশে মালামাল পরিবহনে নিষেধাজ্ঞার সাইনবোর্ড টানানো ছিল। কিন' নিষেধাজ্ঞার বিষয়টি আমলে না নিয়ে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের ড্রাইভাররা প্রতিদিনই অতিরিক্তি মাল বোঝাই করে পারাপার করে আসছেন। ইতোমধ্যে বেশ কয়েকবার ব্রিজটি অকেজো হয়ে পড়লেও কোনো মতে জোড়াতালি দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনসাধারণের পারাপারের উপযোগী করে। কিন' গত এক সপ্তাহ আগে আবার ব্রিজের পাটাতন খসে পড়ায় যানচলাচলসহ জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যায়।

সড়ক ও জনপথ বিভাগের সেকশন অফিসার (এসও) ইসমাইল হোসেন জানান, ব্রিজ ভাঙার খবর তিনি আজকেই (মঙ্গলবার) পেয়েছেন। তবে ব্রিজটি ভাঙেনি, বেঁকে গেছে। ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণ করা হবে।
তথ্যসূত্র - নয়াদিগন্ত



ভালুকা উপজেলা নৌকার নতুন প্রজন্ম কমিটি গঠন জাকারিয়া সভাপতি,সালাউদ্দিন সম্পাদক

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে : আতিকুল ইসলাম জাকারিয়াকে সভাপতি ও মোঃ সালাউদ্দিনকে সাধারন সম্পাদক সম্পাদক করে নৌকার নতুন প্রজন্ম এর ৫১ সদস্য বিশিষ্ট ভালুকা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শফিক উদ্দিন মিন্টু মোল্লা, শাহরিয়ার ইমন রাহাত, মনিরুজ্জামান সুমন, আফতাব উদ্দিন, শেখ জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ খান, আশরাফুল ইসলাম রনি, কামরুল হাসান, হারুন আল মামুন, লোকমান হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক নাজমূল হাসান, সবুজ মিয়া, প্রচার সম্পাদক সোহেল রানা, উপ-প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সদরুল ইসলাম রাজু, উপ দপ্তর সম্পাদক রিয়াদ বিন মোশারফ, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম রাজিব, সমাজ সেবা সম্পাদক জহির রায়হান, স্বাস’্য বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক রাজিব হাসান বাবু, ক্রীড়া সম্পাদকসাদেকুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক কবির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক রোমান খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস.এম জোবায়ের তুষার, আইন বিষয়ক সম্পাদক সোহেল রানা, সম্মানিত সদস্য পদে শাহজাহান, শহিদুল ইসলাম সোহে, ইমরান হাসান মোরাদ, মহিউদ্দিন, ইফতেখার আহমেদ ফয়েজ, আবু জাফর, আকরাম হোসেন, ফরহাদ হাসান, মেহেদী হাসান সোহেল, ইমন খান, কে.এম সোহেল রানা, ওয়াহিদুল ইসলাম, আবদুল হামিদ, কামাল হোসেন, ফারুক আহমেদ, রাজিব রায়হান, রফিকুল ইসলাম সুমন, আশিক মিয়া, মেহেদী হাসান টুটুল, সেলিম জাহাঙ্গীর, রাফিন হাসান সাদ্দাম ও আহসান হাবিব কবির। নৌকার নতুন প্রজন্ম ময়মনসিংহ জেলার সভাপতি জসিম উদ্দিন আকন্দ রনি ও সাধারন সম্পাদক ইশতিয়াক শিকদাার শাহীন এ কমিটি ঘোষনা করেন।




ময়মনসিংহ থেকে

মোশাররফ হোসেন শুভ



ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে ইউপি চেয়ারম্যান কে সম্বর্ধনা


বার্তা লাইভ ২৪ ডট কম, ময়মনসিংহ(২ ফেব্রুয়ারি):বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এর কেন্দ্রীয় মহাসচিব নির্বাচিত হওয়ায় ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মুহাম্মদ মোর্শেদ আলম কে সম্বর্ধনা দেওয়া হয়েছে।

ভালুকা প্রেসক্লাবের সভাপতি এবিএম জিয়া উদ্দিন বাশারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম জাহাঙ্গীর আলমের পরিচালনায় সম্বর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌরসভার মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম। মহাসচিব হিসেবে বিপুল ভোটে নির্বাচিত করায় সারা দেশের চেয়ারম্যানদের এবং ইউপি চেয়ারম্যান নির্বাচিত করায় নিজ ইউনিয়নবাসী মোর্শেদ আলম ধন্যবাদ জানান। এসময় প্রেসক্লাব ভালুকার সহ সভাপতি মোস্তাফিজুর রহমান খান সোহেল, যুগ্ম সাধারন সম্পাদক ও ভালুকার একমাত্র সাপ্তাহিক আলোর ছোঁয়া পত্রিকার সম্পাদক খলিলুর রহমান, কায়সার আহমেদ মনিরসহ ক্লাব কর্মকর্তা, সদস্য ও বিভিন্ন ইউনিয়নের সদস্যগন উপস্থিত ছিলেন।